DEHLIJ

কবিতা বন্দ্যোপাধ্যায়

উত্তরণ

কবিতা বন্দ্যোপাধ্যায় 



ও কবিতা ওয়ালা , আমাকে একটা কবিতা দেবে ? একটা গোটা না দিতে পারলে

টুকরো টুকরোই  দিও ,

আমি জুড়ে নেবো ঠিক....


তবে একটা শর্ত আছে ...

সব  টুকরোগুলোই যেন  অ-সুখের হয়,

এই যেমন রাগ,দুঃখ, যন্ত্রণা ,বঞ্চনার ;

দু-একটা ক্ষোভ আর অনুযোগের ও !


ভ্রু কুঁচকে উঠলো ?

তবে শোনো ....

কষ্ট আর হাহাকারের শব্দগুলো

সরীসৃপের মতো আমার শরীর বেয়ে

নেমে যাবে গভীর থেকে গভীরে...


আমি ক্ষয়ে যাবো ,

শরীরের সব রক্ত বিন্দু দিয়ে 

ধীরে ধীরে সেচন করবো...

তারপর পূর্ণ সময়ের সন্ধিক্ষণে

 জন্ম দেবো একটা সম্পূর্ণ কবিতার ,


আমি তার নাম রাখব ভালোবাসা...

1 comment:

FACEBOOK COMMENT