DEHLIJ

সুচীশুভ্রা দাশ

"উষ্ণ শীত"

সুচীশুভ্রা দাশ





উষ্ণ শীতের সকাল

আকস্মিক আওয়াজে নিদ্রা ভঙ্গ ...  

বছর অপেক্ষা করেছি, আজ ছুটে যেতে মন চায়, 

তুমিই? তুমি কি ??


অম্লান হাসি বলে, চিনতে পারনি...  


বারবার আছড়ে পরে ফিরেছে সাগর 

নিশ্চুপ ভেজা বালি, জট পাকানো পথ ... 

বাঁধছি,  খুলছি বারবার, 

একলা ডালে পাতার কম্পন দেখেছি । 


আজ উদ্বেগ শুধু, ছুটছি এলোপাথারি 

পায়ের ছাপে ছাপ ফেলবে গল্প 

কি উত্তর দেব, কি বললে ফিরবে আওয়াজ ...

উষ্ণ শীতের সাজ, মরিয়া হোয়ে ছুটেছে আজ 

বুকের মধ্যে পুরেছি পুরো আকাশ  ।।


ঘিরে আছে মন মালিন্যের দোহায় 

আজ সব যদি মিথ্যে শোনায়..  

এ- দিক তাকাই ও- দিক তাকাই...  


অথচ জেন, কিছু মিথ্যে নয়, মিথ্যে নয় !!

                         

No comments

FACEBOOK COMMENT