DEHLIJ

স্বাতী নাথ

প্রাণ

স্বাতী নাথ 





অসিম অন্ধকরে কোনো রকমে কুঁকড়ে

জলের মধ্যে ভাসমান প্রাণ

অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে

জটল পথ দিয়ে আসতে হয় আলোর জগতে

সেই আলো বোধগম্য হয় এক কোমল উষ্ণ স্নেহের পরশে

সেই পরশ আগলে রাখে চিরকাল

চেষ্টা করে সমস্ত কষ্ট, যন্ত্রণা কে লাঘব করতে

ধীরে ধীরে আকৃতি বড় হয়

বুদ্ধি  বাড়ে জ্ঞানের  আলোয়

এই আলোয় কোনো প্রাণ  পায় প্রতিষ্ঠা

কেউ আবার তলিয়ে যায়

অন্য অন্ধকার জগতে

তবু সেই পরশ থাকে জড়িয়ে

সমস্ত শরীরে  আত্মায়

যেটা অনুভব করত 

আসীম অন্ধকারে ভাসমান অবস্থায়।


স্বাতী নাথ 






২. একজুট


দিনগুলান সব ঠিকই চইলছিলো

মাইয়ে মরদে মিইল্যে খাইটতম দিলের বিলায়

রেতের বিলায় মাড় ভাতট খাইয়ে

একনাতে ঘুমোতোম চাটাই পাইত্যে

বন জংগল সাফ কইর‍্যে  পাথুরে মাটি কুপাই

জমিন তৈইয়ার করি লাগাতম ধান

মিয়ারা জংগল থিইক্যে কুড়হাই আইনত লকড়ি

ই সব ছিল হামদের নিজেদের

ই রকম কইর‍্যে টাইনে টুইনে

মাড় ভাত, পান্তা আমানি খাইয়ে 

হামদের জেবন ভালঅই ছিল

উরা আইলো একদিন

কাইড়ে লিলো হামদের ক্ষেত

বইললো ই সব সরকারি জমিন

তাই হামদের কুনো অধিকার লাই আছে

হামদের জমিনটতেই

কাম দিলো হামদের

হাড় মাসট এক হুঁইয়ে গেইলো

খাইটতে খাইটতে

পিত্তিবাদ কইরলে সাস্তি দিলো

জেইলে পুইরলো হামদের লুকেদের

হামরা খাইটব আর গুলা সাইজবে 

তুদের একনাতে? 

হামদের জমিনটতেই বঁধুয়া  মজদুর

বানাইল হামদের কেই

সিট ক্যামনে মাইনব

উয়ার লাইগ্যে একজুট হুঁইছি

হামদের জমিনট ফিরত চাই

তাই উঠাই লিলম তীর ধনুক

ছিনাই লিতে হামদের হক্কলকিছু।




No comments

FACEBOOK COMMENT