DEHLIJ

নীলিমা দেব

স্তন্য 

নীলিমা দেব







যেভাবে ছড়াচ্ছো 

     প্রস্তুত আরাম কলম ছুঁয়ে ছুঁয়ে একেকটা মুখ 

 রেকর্ডেড বেড়াল 

সেই যে খুলছে

                খুলছে 

                       আবহ থেকে উফফ্  

পাখির থাবায় থামানো প্রকৃতি রাস্তামাফিক  দন্তন্য 

ভাষা  নড়ে 

চাঁদ পড়ে   

 কোর্স জুড়ে অদম্য সহজ আড়াল খুঁড়ে খুঁড়ে দিব্যি  

 সূর্য লুফতে লুফতে  অস্ত যায় বেড়াল 


ঘুমের জায়গায় স্তন 

ভোরের জায়গায় কাটাকুটি 

          দিন তুলতে পারছে না কিছুতেই ……   


এখনো নীল 


 অবশেষে নীরব ফেলতে ফেলতে ফুলস্টপ 

 আপেল ও কোলাহল পাশাপাশি  জল ছোঁয় 

 ঝিকমিক করা শব্দ কোনটা নাবিক কোনটা পৃথিবীর নয়-ই 

 

এক নিঃশ্বাসের ভেতর আধটুকরো ঘর ও দাঁড়িয়ে থাকা নদী 

 আপেলের সমান লাল  

 ভেবে রাখা আপেল জলের ন্যাগেটিভ  

পাখির মতো গোল নদী আমাকে শুরু করে

বিলীয়মান  শব্দ আবছায়া ধরে এখনো নীল …… 


2 comments:

FACEBOOK COMMENT