DEHLIJ

অরিন চক্রবর্তী

আবহমান

অরিন চক্রবর্তী



সপ্তপর্ণী, তোমার শরীরে এক নিসর্গ ধান-জমি

আমি শিশিরের মতন বয়ে যাচ্ছি...

ভালোবাসবো বলে উহ্য রাখছি চাষ-আবাদ

নাহলে তো পরিত্যক্ত হয়ে উঠতে একদিন...


এসো, পুণ্যলগ্নে যাবতীয় হতাশাকে মুড়ে রাখি

দেহ-ঋণ যা কিছু আছে বাকি

চলো, মিটিয়ে দিই সুরেলা দুপুরে...

তুমি এখনো এক তপ্ত নদীর পাশে দাঁড়িয়ে আছো—


No comments

FACEBOOK COMMENT